আজ মুখোমুখি আবাহনী-মোহামেডান
আপলোড সময় :
১২-০৪-২০২৫ ১১:৫৭:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৫ ১১:৫৭:০৮ পূর্বাহ্ন
আবাহনী-মোহামেডান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আবেগ। সময়ের সঙ্গে মাঠের বাইরের সেই আগুন কিছুটা নিভে এলেও মাঠের ভেতরে এখনো টানটান উত্তেজনার ঘ্রাণ মেলে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই পেয়েছে নতুন তাৎপর্য। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আজ মাঠে নামছে একে অপরের বিপক্ষে, যেখানে জয় মানেই শিরোপার দৌড়ে স্পষ্ট সুবিধা।
আজ শনিবার সকাল ৯টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আবাহনী, এক ম্যাচ কম জিতে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান। সুপার লিগের আগে এই ম্যাচ কার্যত হয়ে উঠেছে ‘শিরোপা নির্ধারণী ম্যাচ’।
আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, দল বাড়তি চাপ নয়, বরং রোমাঞ্চ নিয়েই নামছে মাঠে। তার ভাষায়, “এটা আরেকটা ম্যাচ হিসেবেই নিতে চাই। বাড়তি কিছু ভাবছি না—জিতলেও, হারলেও আমাদের অনেক ম্যাচ বাকি। তবে খেলোয়াড়দের মধ্যে রোমাঞ্চ থাকেই, কারণ আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই একটা বিশেষ কিছু।”
চোট সমস্যা নেই আবাহনী শিবিরে। সব ম্যাচেই সেরা একাদশ পেয়েছে তারা। তবে তরুণ পেসার নাহিদ রানাকে আজকের ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে—বিসিবির ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতির অংশ হিসেবে।
অন্যদিকে মোহামেডান কিছুটা ব্যাকফুটে। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল অসুস্থতার কারণে আগের দুই ম্যাচে খেলেননি, আজও থাকছেন না। সঙ্গে নেই পেসার তাসকিন আহমেদও। অভিজ্ঞদের ভরসায় দাঁড়িয়ে থাকা দলটি আজ মাঠে নামছে তরুণ তাওহিদ হৃদয়ের নেতৃত্বে।
মোহামেডানের কোচ আনোয়ার হোসেন বলেন, “তামিম আমাদের বড় ভরসা ছিল, মাঠে ও মাঠের বাইরে সে নেতৃত্ব দিয়েছে। তবে যারা আছে, তারা যথেষ্ট সামর্থ্যবান। আশা করছি, তারা আমাদের জয়ে ফেরাবে।”
আবাহনীর দলে শান্ত, নাহিদ রানা, মমিনুল হকের মতো পারফর্মাররা থাকলেও জাতীয় দলের পরিচিত মুখ কম। অন্যদিকে মোহামেডানের শিবিরে রছেনয়ে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইবাদত হোসেন এবং হৃদয়।
তাই একপাশে তারুণ্যের ধার, অন্যপাশে অভিজ্ঞতার ভার—এই ঢাকা ডার্বি যেন হয়ে উঠেছে ‘তরুণ বনাম অভিজ্ঞতার দ্বৈরথ’।
এক সময় গ্যালারি কাঁপানো এই ম্যাচ এখন আর আগের মতো দর্শক টানে না। শান্ত নিজেই স্বীকার করেছেন, “আগে গ্যালারিতে ভিড় হতো, এখন কমে গেছে। কেন কমেছে সেটা আমার জানা নেই। তবে আমাদের জন্য এই ম্যাচ এখনো বিশেষ কিছু।”
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ইতিহাস, ঐতিহ্য আর আবেগের ছোঁয়া। সময় বদলালেও মাঠে দুই দলের লড়াই যে এখনও সমান রোমাঞ্চ জাগায়, সেটা আজকের ম্যাচেই আবারও প্রমাণ পাওয়ার অপেক্ষা।
শেষ কথা—এই ম্যাচের বিজয়ী হয়তো কেবল দুই পয়েন্ট পাবে না, শিরোপার দৌড়েও পাবে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স