ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

গ্যাস সংকটে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ

আপলোড সময় : ১১-০৪-২০২৫ ১০:২৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৫ ১০:২৯:৫৪ অপরাহ্ন
গ্যাস সংকটে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ
গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় রাষ্ট্রায়ত্ত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) উৎপাদন বন্ধ করে দিয়েছে।

শুক্রবার সকাল থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সিইউএফএল এর ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার কথা বলা হয়েছে। সেজন্য সকাল ৭টা থেকে সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ হলে পুনরায় উৎপাদনে যাবে সিইউএফএল।

গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে কেজিডিসিএল মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আমিনুর রহমান বলেন, “এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়। সার উৎপাদনে কী পরিমাণ গ্যাস বরাদ্দ হবে সেটা মন্ত্রণালয় থেকে ঠিক করা হয়।”

সিইউএফএল এর ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, ১৯৮৭ সালে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় কারখানাটি প্রতিষ্ঠা হয়। পরের বছর সেটি বাণিজ্যিক উৎপাদনে যায়। এ কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া সার উৎপাদন হয়।

গ্যাস নির্ভর এ কারখানাটিতে দৈনিক ৪২৩ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় সার উৎপাদন স্বাভাবিক রাখতে।

বিভিন্ন সময়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ