ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

কোটা সংস্কার আন্দোলনের নতুন কর্মসূচি: প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল আজ

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১০:২৫:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১০:২৫:৪৯ পূর্বাহ্ন
কোটা সংস্কার আন্দোলনের নতুন কর্মসূচি: প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল আজ ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার (২ আগস্ট) ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার আন্দোলনের সহ-সমন্বয়ক আবদুল কাদেরের এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

 

এই কর্মসূচির মধ্যে রয়েছে জুমার নামাজ শেষে মসজিদে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল। এসব কার্যক্রম গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত হবে।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, "আমাদের প্রিয় জন্মভূমি আজ এক মহাসংকটকাল অতিক্রম করছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ছাত্র-জনতার রক্তে রাজপথ রঞ্জিত করছে। শিক্ষার্থীদের পরিচয় পেলে ফোন চেক করে অত্যাচার করা হচ্ছে। শিক্ষার মেরুদণ্ড হিসেবে ছাত্রদের জীবনকে বিপন্ন করা হচ্ছে, এমনকি শিক্ষক সমাজও নির্যাতনের শিকার।"

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও জানায়, "বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষকরা লাঞ্ছনার শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়জন সমন্বয়কসহ অসংখ্য ছাত্র-জনতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ কেন্দ্রীয় ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হলেও, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন ও সমন্বয়ক আরিফ সোহেলসহ অনেক ছাত্রকে কারাগারে ও রিমান্ডে নির্যাতন করা হচ্ছে।"

 

বিবৃতিতে বলা হয়, "আজকের প্রার্থনা ও গণমিছিল কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলনের ন্যায়সঙ্গত দাবি পুনরায় তুলে ধরছি। আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? আমরা এর জবাব জানি না, কিন্তু বিচার না নিয়ে আমরা আন্দোলন থামাব না।"

 

শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী, আলেম-ওলামাসহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের এই প্রার্থনা ও গণমিছিল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ