ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

সহজ শর্তে ঋণ চান টেক্সটাইল মালিকরা: বিটিএমএ’র তিন দফা দাবি

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১০:২২:০০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১০:২২:০০ পূর্বাহ্ন
সহজ শর্তে ঋণ চান টেক্সটাইল মালিকরা: বিটিএমএ’র তিন দফা দাবি ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সহজ শর্তে ঋণসহ তিন দফা দাবি জানিয়ে সরকারের কাছে একটি চিঠি দিয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে টেক্সটাইল মালিকরা ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে জানিয়ে বিটিএমএ এ চিঠি প্রেরণ করে। চিঠিটি গত বুধবার অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলীকে প্রদান করা হয়েছে।

 

বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকনের সই করা চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত দুই সপ্তাহের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সরকারের সদিচ্ছার অভাব না থাকলেও টেক্সটাইল খাত বেশ কিছু ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে। যথাসময়ে কাঁচা মাল সংগ্রহ করতে না পারা, বাজার বন্ধ থাকায় উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারা এবং রপ্তানির সময় পণ্য সরবরাহ নিশ্চিত করতে না পারায় টেক্সটাইল মিলগুলো আর্থিক সংকটে পড়েছে।

 

বিটিএমএ জানায়, ক্রয়াদেশ বাতিল, উৎপাদন হ্রাস পাওয়া, মিলগুলোতে শ্রমিকদের অনুপস্থিতি এবং সাপ্লাই চেইন কাঁচা মাল না পাওয়াসহ টেক্সটাইল শিল্পের মালিকরা কঠিন সময় পার করছে। বিশেষ করে জুলাই মাসের শ্রমিকদের বেতন পরিশোধের সময় সন্নিকটে আসায়, তারা তিনটি দাবি জানিয়েছে।

 

প্রথমত, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মিলগুলোর চলতি মাসের বেতন সর্বোচ্চ ২ শতাংশ সুদ হারে এক বছর মেয়াদে ব্যাংক থেকে লোন হিসেবে দেওয়ার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধার্থে একই সুদ হারে ঋণ দেওয়ার ব্যবস্থা করা। তৃতীয়ত, ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রির মেয়াদি ঋণের কিস্তি পরিশোধ আগামী ছয় মাসের জন্য সুদবিহীন করে স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, বিটিএমএর সদস্যভুক্ত মিলগুলোর সরবরাহকৃত ইয়ার্ন ও ফেব্রিকসের বিপরীতে তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠানসমূহের এলসি প্রদানকারী বাণিজ্যিক ব্যাংকসমূহের এক্সপেক্টেড বিল যথাসময়ে পরিশোধের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে চিঠিতে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ