সিলেটে লালগালিচা দেখে চটলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আপলোড সময় :
১০-০৪-২০২৫ ০৫:০৩:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৪-২০২৫ ০৫:০৩:৪৮ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এজন্য উপদেষ্টার প্রবেশপথে বিছানো হয় লালগালিচা। সাজানো হয় পুরো থানাকে। কিন্তু পুলিশের সব আয়োজন পণ্ড করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানায় প্রবেশ করে লালগালিচা বিছানো দেখেই রেগে যান তিনি। দ্রুত এটি তুলে ফেলার নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে লালগালিচা তুলে ফেলেন পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় এ ঘটনা ঘটে।
লালগালিচা দেখে চটে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘লাল কার্পেট রাখতে না করেছি আমি। না করার পরেও কেন রাখো এগুলা? পুলিশ কমিশনার কোথায়, থানা ভিজিটে এসব দরকার আছেনি? এখনই উঠাও। কামডা না করে আকামডা করো।’
এরপর তিনি সিলেটের পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কিছু সময় বৈঠক করেন। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মবকে (জনগণের উচ্ছৃঙ্খল আচরণ) এখন পুলিশ ভয় পাচ্ছে না। মব অনেক কমে আসছে।’
এসময় গণমাধ্যমের মাধ্যমে তিনি অনুরোধ করে বলেন, ‘আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে থাকবে।’ আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ৫ আগস্টের পর পুলিশের মানসিকতা পরিবর্তন হয়েছে। অনেক চেঞ্জ হয়েছে। রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না কেন, আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।’
পুলিশভ্যান থেকে আসামি ছিনতাই হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘যারা ছিনতাই করে নিচ্ছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলোর ক্ষেত্রে সত্যি ঘটনা যেটা সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা ব্যবস্থা নেবো।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কারণ তাদের অনেক সংকট রয়ে গেছে। অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। থানা পুড়ে গেছে। এগুলোতো সব আমরা করে দিতে পারিনি। আমরা একটা নতুন গাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি।’
অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘অস্ত্র যতটা এক্সপেকটেশন (প্রত্যাশা) ছিল ততা কমপ্লিট (সম্পন্ন) হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি। যেটা আমরা পারিনি সেটাতো আমরা বলবো না। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবেই।’
এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন উপদেষ্টা। পরে সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন। এরপর তিনি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স