ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

দেশের সব মাদ্রাসার জন্য অধিদফতরের জরুরি নির্দেশনা

আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৩:০১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৩:০১:৩৩ অপরাহ্ন
দেশের সব মাদ্রাসার জন্য অধিদফতরের জরুরি নির্দেশনা
দেশের সব মাদ্রাসাকে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পালন করতে বলা হয়েছে এই উৎসব। বুধবার (৯ এপ্রিল) এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরও এ দিবসটি উদযাপনের নির্দেশনা দিয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, দেশের সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এবং সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে। জাতীয় চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন সব মাদ্রাসায় এই উৎসবের আয়োজন করতে হবে।

এর আগে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

গত সোমবার (৭ এপ্রিল) এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশ মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে। এর আগে ২৩ মার্চ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ