ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের কিশোরের ১২ দিনের কারাবাস

আপলোড সময় : ০১-০৮-২০২৪ ১১:১০:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৪ ১১:১০:৪৫ পূর্বাহ্ন
আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের কিশোরের ১২ দিনের কারাবাস ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের কিশোর আলফি শাহরিয়ার মাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

 

ভুক্তভোগী কিশোর মাহিমের বোন সানজানা আখতার স্নেহা তার ফেসবুক পোস্টে জানান, 'আমার ছোট ভাই মো. আলফি শাহরিয়ার মাহিমকে আবু সাঈদ হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার বয়স মাত্র ১৬ বছর ১০ মাস। সে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।'

 

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন (অপরাধ) বলেন, '১৮ জুলাই যখন থানায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে, তখন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জিন্সের প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায় মাহিম আটক হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।'

 

উপ-পুলিশ কমিশনার আরো জানান, '১৮ ও ১৯ তারিখে সংঘাতের কারণে পুরো ফোর্স ব্যস্ত ছিল, ফলে বিষয়টি যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। তবে ২০ জুলাই থেকে আমরা যাচাই-বাছাই করে মাহিমকে গ্রেফতার করেছি। পরবর্তীতে পুলিশ কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী, যেহেতু মাহিম ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল না এবং শুধুমাত্র আন্দোলনে অংশ নিয়েছিল, তাকে জামিনের মাধ্যমে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।'


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ