ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

হাথুরুসিংহে নিয়ে বিসিবির ভাবনা

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০১-০৮-২০২৪ ১১:০৪:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৪ ১১:০৪:০৯ পূর্বাহ্ন
হাথুরুসিংহে নিয়ে বিসিবির ভাবনা ছবি: সংগৃহীত

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইট থেকে বাদ পড়েছিল। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতলেও পরের পর্বে কোনো ম্যাচেই জয় পায়নি টাইগাররা। এমন পারফরম্যান্সের পর টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে।

 

তবে হাথুরুসিংহেকে নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচিং প্যানেলে পরিবর্তন প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস বলেন, 'কোচ পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত বোর্ড থেকেই আসে। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।'

 

এদিকে, কাঁধের চোটের কারণে দীর্ঘদিন টেস্ট ক্রিকেট থেকে বিরত ছিলেন তাসকিন আহমেদ। এ বছরের সাদা পোশাকের কোনো ম্যাচে তিনি এখনও খেলেননি। তবে এবার তিনি টেস্ট ক্রিকেটে ফিরতে প্রস্তুত। ব্যক্তিগত অনুশীলনও অব্যাহত রেখেছেন। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিনের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

 

তাসকিনের অবস্থান নিয়ে জালাল ইউনুস বলেন, 'তাসকিনের মূল্যায়ন হয়েছে। তাকে লাল বলের জন্য বিবেচনা করা হচ্ছে। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল ঘোষণা করা হবে, তখনই জানা যাবে।'

 

আরেক পেসার ইবাদত হোসেনও দীর্ঘদিন ধরে চোটের মধ্যে আছেন। তাকে নিয়ে জালাল বলেন, 'ইবাদত এখনো রিকভার করছে। আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সে ৭০ শতাংশের মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি হবে। এখনো পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যেই আছে। রিকভার করুক, তারপর দেখা যাবে।'

 


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ