ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

চার হাজার কোটি টাকা ব্যয়ে ‘মুজিববর্ষ’; হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ১০:২৭:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ১০:২৭:২৭ অপরাহ্ন
চার হাজার কোটি টাকা ব্যয়ে ‘মুজিববর্ষ’; হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী 'মুজিববর্ষ' উদযাপন এবং ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগের অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং অন্যান্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা খরচ করে 'মুজিববর্ষ' উদযাপন ও ম্যুরাল নির্মাণের মাধ্যমে অর্থ অপচয় এবং ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করতে ইতিমধ্যে সাত সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম নিয়োগ করেছে দুদক। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা সংশ্লিষ্ট আইন, বিধি এবং প্রাসঙ্গিক সার্কুলারের আলোকে অনুসন্ধান সম্পন্ন করে সময়মতো প্রতিবেদন জমা দেবেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ