ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

‘হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে এজেন্সির লাইসেন্স বাতিল’

আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৪:২৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৪:২৫:১৬ অপরাহ্ন
‘হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে এজেন্সির লাইসেন্স বাতিল’
হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন। ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

খালিদ হোসেন বলেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার হজযাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে ২০০ চিকিৎসক-নার্স ও ১ কোটি টাকার ওষুধ নেওয়া হচ্ছে।

উপদেষ্টা বলেন, হজ যাত্রীদের জন্য এখনো বাড়িভাড়া ও পরিবহন ঠিক না করায় ৯টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এ বছর ৫ হাজার ২০০ জন সরকারিভাবে নিবন্ধন করেছেন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮১ হাজার ৯০০ জন। তবে হজ এজেন্সিগুলোর অবহেলার কারণে ১০ হাজার ৪৮৭ জনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় এসব এজেন্সিকে সমস্যার সমাধানে বারবার তাগাদা দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ