গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে আরও ২৬ ফিলিস্তিনির মৃত্যু
আপলোড সময় :
০৯-০৪-২০২৫ ১২:০১:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৫ ১২:০১:৪৩ অপরাহ্ন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার এই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে, গত ২৪ ঘণ্টারও কম সময়ে উপত্যকাটিতে ৬৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিলেন।
বুধবার (৯ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে একটানা হামলা চালাচ্ছে। মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত চালানো হামলায় এই ২৬ জন নিহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজা সিটিতে ব্যাপকভাবে বোমা হামলা চালাচ্ছে। একইসঙ্গে দেইর এল-বালাহ এবং খান ইউনিসেও হামলা অব্যাহত রয়েছে, যার ফলে প্রতিদিন হতাহতের সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে। এর মাঝে গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও, তা বেশি দিন স্থায়ী হয়নি। ১৮ মার্চ সেই চুক্তি ভেঙে ইসরায়েল পুনরায় গাজায় আক্রমণ শুরু করে।
গাজায় ইসরায়েলের ২০২৩ সালের হামলার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজারের বেশি মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন আরও অনেকে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স