তরুণীকে ধর্ষণের পর হত্যা, নানা-নানীকে কুপিয়ে জখম
আপলোড সময় :
০৯-০৪-২০২৫ ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৫ ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (৯ এপ্রিল) ভোররাতে উপজেলার দক্ষিণ গাছ বাড়িয়া নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটি উপজেলার দক্ষিণ গাছ বাড়িয়া নয়াপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওই সময় তার নানা-নানীকে গলা কেটে জখম করা হয়। খুন হওয়া মেয়েটির বাড়ি চন্দনাইশের কাঞ্চননগর এলাকায়।
অভিযুক্ত নাজিম তরুণীর আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন—তরুণীর নানা ৭০ বছর বয়সী আব্দুল হাকিম ও নানী ৬০ বছরের ফরিদা বেগম। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত নাজিম ফরিদা বেগমের আপন বোনের ছেলে।
চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র আচার্য্য বলেন, 'প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছে, তরুণীকে ধর্ষণের পর টয়লেটের ভেতর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।'
নয়ন চন্দ্র আরও বলেন, 'ভিকটিম কয়েকদিন আগে ঈদের ছুটি কাটাতে নানা বাড়িতে আসেন। অভিযুক্ত নাজিম মঙ্গলবার রাতে ওই বাড়িতে আসে। মধ্যরাতে মেয়েটি টয়লেটে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি নানা-নানি দেখে ফেলায় তাদেরও গলায় কুপিয়ে জখম করা হয়।'
পুলিশের ভাষ্য, খবর পেয়ে রাত ৩টার দিকে টয়লেটের ভেতর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তার মুখে ওড়না গোঁজা ছিল।
পুলিশের পর্যবেক্ষণ—এটি ডাকাতির কোনো ঘটনা নয়। কারণ বাড়ি থেকে কিছুই খোয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পরপরই পালিয়ে যায়।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স