ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

ট্রাম্পের বিরুদ্ধে লড়াই শুরুর ঘোষণা চীনের

আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ১০:১৫:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১০:১৫:১৪ অপরাহ্ন
ট্রাম্পের বিরুদ্ধে লড়াই শুরুর ঘোষণা চীনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ মাত্রায় শুল্ক আরোপের বিষয়টিকে ‘হঠকারি’ অ্যাখ্যা দিয়ে এ পদক্ষেপের বিরুদ্ধে লড়াই শুরুর ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

চাইনিজ পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকির জবাবে চাইনিজ কর্তৃপক্ষ এ সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন অন্যান্য দেশের মতো চীনের ওপর নতুন করে শুল্ক হার বাড়িয়ে ৩৪ শতাংশ ধার্য করে। এর প্রতিক্রিয়ায় রোববার মার্কিন পণ্যের ওপর একই হারে পাল্টা শুল্ক বসায় চীন। 

সোমাবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যদি চীন অবিলম্বে এই শুল্ক প্রত্যাহার না করে, তাহলে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসবে।

ট্রাম্পের এ হুমকির প্রতিক্রিয়ায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক আরোপকে ‘অর্থনৈতিক উৎপীড়ন’ উল্লেখ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এই ভুলপথে যাওয়ার সিদ্ধান্ত অনড় থাকে, তাহলে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ