শুল্কর বিষয়ে মন্ত্রণালয়ের দেওয়া চিঠি নিয়ে যা জানালেন বাণিজ্য উপদেষ্টা
আপলোড সময় :
০৮-০৪-২০২৫ ০১:০৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৪-২০২৫ ০১:০৪:৪৪ অপরাহ্ন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠির পজেটিভ সিদ্ধান্ত আসতে পারে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার ও পারস্পরিক শুল্ক ভারসাম্য তৈরির লক্ষ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে একটি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্রকে নতুন করে আরও ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়ায় লাভবান হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া চিঠির পরিপ্রেক্ষিতে পজেটিভ সিদ্ধান্ত আসতে পারে।
এর আসে গত ৭ এপ্রিল সন্ধ্যায় জেমিস গ্রিয়ারকে পাঠানো চিঠিকে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য রফতানিতে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, তাহলে সেটি দূর করতে আমরা উন্মুক্ত আলোচনা ও সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শুল্ক তালিকায় ১৯০টি পণ্য শূন্য বা শুল্ক মুক্ত সুবিধা পাচ্ছে এবং আরও ১০০টি পণ্যকে এ তালিকাভুক্ত করার বিবেচনায় রাখা হয়েছে।’
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স