ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত ৫
আপলোড সময় :
০৮-০৪-২০২৫ ০১:০০:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৪-২০২৫ ০১:৫৬:০৫ অপরাহ্ন
ফরিদপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই হিরামন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স