ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

প্রাথমিকের ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ১২:৪২:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১২:৪২:২৬ অপরাহ্ন
প্রাথমিকের ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার (৮ এপ্রিল) দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। মাদরাসাগুলোতেও ক্লাস শুরুর কথা রয়েছে।

বুধবার (৯ এপ্রিল) খুলবে মাধ্যমিক বিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এসব তথ্য জানা গেছে। পাশাপাশি ছুটি শেষে স্কুল খোলার নোটিশ দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে সোমবার (৭ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হয়। তবে গাজাবাসীর কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস হয়নি প্রাথমিকে। মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হবে।

ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ