‘ভারতকে এগিয়ে নিতে মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই’
আপলোড সময় :
০৭-০৪-২০২৫ ১১:৩৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৪-২০২৫ ১১:৩৫:২৮ অপরাহ্ন
বিতর্কিত ওয়াকফ বিল পাসের মাধ্যমে উগ্র সম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নিজেকে আরও উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধন নিয়ে বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে। লোকসভায় ২৮৮-২৩২ ভোটে পাস হওয়া এ বিলটি ভারতে জন্য আরেকটি ‘কালো আইন’।
ফেসবুক পোস্টে সারজিস আরও বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াকফ বিলটি আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি ‘কালো আইন’ তৈরি হলো। উগ্র সম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নিজেকে আরও উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করলেন এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ করলেন।
গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স