ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নাসিরের প্রত্যাবর্তন

আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১২:১১:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১২:১১:২৮ অপরাহ্ন
নাসিরের প্রত্যাবর্তন
ক্রিকেটের মাঠে আবারও ফিরলেন তারকা খেলোয়াড় নাসির হোসেন। আইসিসির দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ করে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আলোচিত ও সমালোচিত এই ক্রিকেটার।

শাস্তির শর্ত পূরণ হওয়ায় সেটা আজ শেষ হয়েছে এবং আজই ক্রিকেট খেলতে নামলেন তিনি।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নাসির শাস্তির সব ধরনের শর্ত পূরণ করেছেন, সম্পূর্ণ করেছেন আইসিসির দুর্নীতি বিরোধী বাধ্যতামূলক শিক্ষণীয় সেশনও। ফলে আইসিসি তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করেছিলেন নাসির। ফলে ২০২৪ সালে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এর মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা ছিল ৬ মাসের।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছেন নাসির। ম্যাচে এখন পর্যন্ত ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তার দল ১২৫ রানে গাজীর ৮ উইকেট তুলে নিয়েছে।

জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-২০ খেলেছেন নাসির হোসেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ