গরমে পুড়ছে উত্তর ভারত, তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে
আপলোড সময় :
০৭-০৪-২০২৫ ১১:৫১:২২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৪-২০২৫ ১১:৫১:২২ পূর্বাহ্ন
তীব্র তিপমাত্রায় পুড়ছে ভারতের উত্তরের পাঁচটি রাজ্যের ২১ শহরের মানুষ। গতকাল রোববার সেসব অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। আগামী তিন দিনেও দিল্লিবাসীকে এমন চরম আবহাওয়া মোকাবিলা করতে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ ছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও উড়িষ্যার শহরগুলোতে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্র বাড়তে শুরু করে। এই কয়েক দিনের মধ্যে প্রায় প্রতিটি শহরের তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রি পর্যন্ত বেড়েছে।
ভারতের আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা বাড়ার পেছনে বাতাসের গতি হ্রাসের একটি ভূমিকা রয়েছে, বিশেষ করে দিল্লিতে।
আবহওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকালে ভূপৃষ্ঠে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১০ কিলোমিটার হতে পারে। এরপর বাতাসের গতি ধীরে ধীরে হ্রাস পাবে এবং বিকেলে দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪-৬ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। সন্ধ্যা ও রাতে এটি দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ কিলোমিটারেরও কম গতিতে প্রবাহিত হবে।’
এদিকে গতকাল রাজস্থানের বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিসের আশঙ্কা, ৬-১০ এপ্রিলের মধ্যে গুজরাটের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ বজায় থাকবে। একই সময়ে রাজস্থানেও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স