ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মার্চে গাড়ি সরবরাহে রেকর্ড করল শাওমি

আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১২:৩৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১২:৩৯:৩২ অপরাহ্ন
মার্চে গাড়ি সরবরাহে রেকর্ড করল শাওমি
মার্চ মাসে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা শাওমি, এক্সপেং এবং লিপমোটর প্রায় ৩০ হাজার গাড়ি সরবরাহ করেছে, যা তাদের প্রতিযোগী স্টার্টআপদের তুলনায় প্রায় দ্বিগুণ। সিএনবিসি প্রতিবেদনে বলছে, এটি ইভি নির্মাতাদের অগ্রগতির একটি স্পষ্ট লক্ষণ। তবে, চীনের বিওয়াইডি এখনও বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে।

শাওমি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, মার্চে তারা রেকর্ড সংখ্যক ২৯ হাজার ইভি সরবরাহ করেছে, যা গত পাঁচ মাসের সরবরাহের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। আগের মাসগুলোতে তারা গড়ে ২০ হাজার গাড়ি সরবরাহ করছিল।

এদিকে, মঙ্গলবার একটি সড়ক দুর্ঘটনায় শাওমির ফ্ল্যাগশিপ মডেল এসইউ৭-এর গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছে। শাওমি জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি অটোপাইলট মোডে ছিল এবং প্রাথমিক তথ্য অনুসারে, রাস্তার নির্মাণ কাজের কারণে দুর্ঘটনা ঘটেছে। কোম্পানি এ ঘটনায় তদন্ত চালাচ্ছে।

১৮ মার্চ, শাওমি তাদের এক বছরের পরিকল্পনা ঘোষণা করেছে, যার মধ্যে ৩.৫ লাখ গাড়ি সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ঘোষণার মাত্র দুই সপ্তাহ পর দুর্ঘটনার ঘটনা ঘটলো।

এছাড়া, বেইজিংয়ে শাওমির দ্বিতীয় ইভি কারখানা সম্প্রসারণের পরিকল্পনাও চলছে, যাতে ইভির চাহিদা পূরণ করা যায়, এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ। তবে সিএনবিসির মন্তব্যের জন্য শাওমি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

২০২৩ সালের ডিসেম্বরে শাওমি তাদের প্রথম ইভি মডেল উন্মোচন করেছিল এবং বিশ্বের শীর্ষ পাঁচ অটোমেকার হওয়ার লক্ষ্যও জানিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ