শুরু হচ্ছে ট্রেন চলাচল, স্টেশনে চলছে ধোয়া-মোছার কাজ
দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় :
৩১-০৭-২০২৪ ১১:৪৬:২১ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩১-০৭-২০২৪ ১১:৪৬:২১ পূর্বাহ্ন
কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে বর্তমান পরিস্থিতিতে কারফিউ শিথিল থাকা অবস্থায় বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। এ উপলক্ষে স্টেশন ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। বুধবার (৩১ জুলাই) সকালে দিনাজপুর স্টেশন চত্বরে গিয়ে এমনটিই দেখা যায়।
দিনাজপুর স্টেশন ধোয়া-মোছাসহ পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের তদারকি করছিলেন স্টেশন সুপার একেএম জিয়াউর রহমান।
তিনি বলেন, অনেক দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার জন্য স্টেশনে সাধারণের চলাচল সীমিত করা হয়। এতে করে স্টেশন চত্বরে ধুলা বালু ও ময়লা আবর্জনা জমে গেছে। আগামীকাল সকাল থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। সে কারণে স্টেশন ধোয়া-মোছাসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। যাতে করে যাত্রীরা স্টেশনে এসে স্বাস্থ্যসম্মত পরিবেশ পান।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স