মেহেরপুর সড়কে পিষ্ট হয়ে মাছ ব্যবসায়ী নিহত
আপলোড সময় :
০৫-০৪-২০২৫ ১২:৩৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৪-২০২৫ ১২:৩৭:০৫ অপরাহ্ন
মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে স্যালোইঞ্জিনচালিত অবৈধ যান আলগামনের চাকার নিচে পিষ্ট হয়ে জুয়েল রানা নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাছ ব্যবসায়ী জুয়েল রানা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ছাাতিয়ান গ্রামের মাছ ব্যবসায়ী জুলের রানা স্যালোইঞ্জিনচালিত তিন চাকার অবৈধ যান আলগামনে চড়ে মাছ কেনার জন্য গাংনী পৌরসভার মাছের আড়তে যাচ্ছিলেন। দ্রুত গতিতে যাওয়ার কারণে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চোখতোলা নামক স্থানে আলগামনটি নিয়ন্ত্রণ হারালে জুয়েল রানা আলগামন থেকে সড়কে পড়ে আহত হন। এ সময় আলগামন চালক স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স