ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শুল্কযুদ্ধে চীনের পাল্টা আঘাত: মার্কিন শেয়ারে ব্যাপক ধস

আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১২:২৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১২:২৬:৪৪ অপরাহ্ন
শুল্কযুদ্ধে চীনের পাল্টা আঘাত: মার্কিন শেয়ারে ব্যাপক ধস
৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্বের সমস্ত দেশের সঙ্গে উচ্চহারে শুল্ক বসিয়ে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন  ব্যবসায়ী থেকে রাজনীতিবীদ বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্থানীয় সময় গত মঙ্গলবার বিশ্বের সকল দেশের উপর নতুন করে শুল্ক বসানোর তালিকা প্রকাশ করেন ট্রাম্প।

এরই অংশ হিসেবে ওয়াশিংটনের বর্তমান প্রধান প্রতিপক্ষ চায়নার ওপর আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেন তিনি। আগে থেকে দেশটির পণ্যে ২০ শতাংশ শুল্ক থাকায় মোট শুল্কের পরিমাণ ৫৪ শতাংশে পৌঁছায়। 

ট্রাম্পের এ ঘোষণাকে বাণিজ্য যুদ্ধ অ্যাখ্যা দিয়ে পালটা ব্যবস্থা নিয়েছে বেইজিং। আর এতেই ব্যাপক ধস দেখা গেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোতে।

ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে চায়না আমেরিকান পণ্যের ওপর একই হারে অর্থ্যাৎ ৩৪ শতাংশ পালটা শুল্ক আরোপ করে। এর ফলে, শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৫ দশমিক ৯৭ শতাংশ। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৫ দশমিক ৫ শতাংশ পড়ে যায়। আর নাসডাক কম্পোজিটের শেয়ার ৫ দশমিক ৮২ শতাংশ পড়ে গেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের পালাটা শুল্ক চাপানোর ঘোষণায় মুদ্রাস্ফীতির সম্ভাবনা দেখছে ওয়াল স্ট্রিট। এর জেরে মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক দেখা দিয়েছে। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার থেকে শুরু করে অপরিশোধিত তেলের দরে ধাক্কা লেগেছে শুক্রবার। এর মধ্যে চীনের পাল্টা শুল্ক আরোপ শেয়ার বাজারে আরও প্রভাব ফেলতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্র ছাড়াও শুল্ক আরোপের ঘোষণার পর এশিয়ার দেশগুলোর শেয়ার বাজারেও ধস দেখা দিয়েছে। চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের শেয়ার বাজার ব্যাপক হারে দরপতনের মুখোমুখী হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ