সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যের যে জবাব দিলেন মোদি
আপলোড সময় :
০৪-০৪-২০২৫ ০২:৩২:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৪-২০২৫ ০২:৩২:৪৪ অপরাহ্ন
ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেভেন সিস্টার্সকে আঞ্চলিক সংগঠন বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন তিনি।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে মোদি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। মূলত এই বক্তব্যের মাধ্যমে বিমসটেক অঞ্চলে সেভেন সিস্টার্সের গুরুত্বের দিকে ইঙ্গিত করেছেন তিনি। আন্তঃআঞ্চলিক সংগঠনটির (বিমসটেক) কেন্দ্রস্থলে ভারতের সেভেন সিস্টার্স্টের অবস্থান।
সম্প্রতি চীন সফরকালে কথা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সেভেন সিস্টার্স ভূমিবেষ্টিত (ল্যান্ড লকড) একটি অঞ্চল, সাগরের যার সরাসরি প্রবেশের সুযোগ নেই। তাই, বাংলাদেশই হয়ে উঠেছে বঙ্গোপসাগরের অভিভাবক।
অবশ্য এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, ড. ইউনুসের বক্তব্যকে ভূলভাবে উপস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার থাই প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার নৈশভোজে ড.ইউনূস ও নরেন্দ্র মোদি পাশাপাশি বসেছিলেন। শুক্রবার দুপুরে দুই নেতা পার্শ্ববৈঠকে মিলিত হয়েছেন। ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক।
উল্লেখ্য, বিমসটেক বা বে-অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেকটোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন হচ্ছে একটি আঞ্চলিক সংগঠন। বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ এশিয়ার পাঁচটি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশের সমন্বয়ে এটি গঠিত। ব্যাংকক সম্মেলনের পর বিমসটেকের পরবর্তী সভাপতিত্বের দায়িত্ব পাবে বাংলাদেশ।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স