ড. ইউনূস ও মোদি পাশাপাশি
আপলোড সময় :
০৩-০৪-২০২৫ ০৮:১৫:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৪-২০২৫ ১০:৩০:১৩ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে তারা পাশাপাশি চেয়ারে বসে আছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি ঘুরতে দেখা যাচ্ছে। ড. ইউনূস ও নরেন্দ্র মোদি দুজনই এখন বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাঙ্ককে আছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ড. ইউনূস ও মোদির কয়েকটি ছবি শেয়ার করেন। এরপরই মূলত এই ছবিগুলো নিয়ে আলোচনা শুরু হয়। এবং দ্রুতই ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেই পোস্টে প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ছবিগুলো ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের সময় তোলা।
এর আগে আজ স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।
সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
সকালে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নিয়েছেন। ইতোমধ্যে ‘মেরিটাইম ট্রান্সপোর্ট সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, যাতে বিমসটেকের সাত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা সই করেছেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স