ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

কোটা আন্দোলনের বুধবারের কর্মসূচি: ‘মার্চ ফর জাস্টিস’

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ১১:৪০:০১ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ১১:৪০:০১ অপরাহ্ন
কোটা আন্দোলনের বুধবারের কর্মসূচি: ‘মার্চ ফর জাস্টিস’ ছবি: সংগৃহীত

ঢাকা, ৩০ জুলাই ২০২৪ (আরিফিন খান ইমন) - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ফলে অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এই অবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালানো হচ্ছে, যা দেশের সংবিধান ও মানবাধিকারের চরম লংঘন। গত ১২ দিনে দশ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এবং রাতের আঁধারে বাড়িতে বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়াও সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে সারা দেশে ছাত্র-জনতা হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।

সরকারকে ৯ দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ করা হয়েছে


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ