চলন্ত ট্রেনের ছাদে টিকটক, ছিটকে পড়ে দুজনের মৃত্যু
আপলোড সময় :
০৩-০৪-২০২৫ ১০:৪৮:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০৪-২০২৫ ১০:৪৮:২৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছাদ থেকে ছিটকে পড়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের হাওড়া রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুমের বড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলা এবং তারেকুল ইসলামের বাড়ি কসবা। এদের মধ্যে কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান এবং তারেক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছলে ডিসের তারের সঙ্গে পেচিয়ে চারজন নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের উদ্ধার করে কসবা ও ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারেক নামে আরও একজন মারা যান।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করে মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ায়। এ সময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস ক্যাবলে লেগে চারজন ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান এবং বাকি তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স