ঈদে কোন সিনেমার কত আয়
আপলোড সময় :
০২-০৪-২০২৫ ০৯:৩২:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-০৪-২০২৫ ০৯:৩২:০৮ পূর্বাহ্ন
ঈদ আনন্দের একটি বড় অনুষঙ্গ ‘সিনেমা’। বছরের বাকি সময়গুলো যাই হোক, ঈদের সময়টা অনেকেই পরিবার-পরিজন নিয়ে প্রেক্ষাগৃহে যান সিনেমা দেখতে। যে কারণে, প্রতি বছরেই ঈদে নির্মাতা ও প্রযোজকদের মধ্যে হিড়িক পড়ে যায় সিনেমা মুক্তি দেওয়ার। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়।
এবারের ঈদে মুক্তির মুক্তি পেয়েছে ৬টি ছবি। ছবিগুলো হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।
এদিকে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদ গণমাধ্যমকে বলেন, ‘ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমা গুলো প্রায় ৬০ লাখ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭টি শো হাউজফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো। সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও একক ভাবে কোন সিনেমা রেকর্ড করতে পারেনি।’
প্রথমদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সবগুলো সিনেমাকে ছাড়িয়ে গিয়ে তালিকায় প্রথমে রয়েছে মেগাস্টার শাকির খানের ‘বরবাদ’ যার আয় হয়েছে ২৮ লাখ টাকা। এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
খালেদের দেওয়া তথ্যমতে, আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অভিনেতা আফরান নিশো ‘দাগি’। যার আয় হয়েছে ১৮ লাখ টাকা। এ সিনেমাতে নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।
এদিকে অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমাটি প্রথমদিনে আয় করেছে সাড়ে ৬ লাখ টাকা। এর মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
পাশাপাশি সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটি আয় করেছে সাড়ে ৪ লাখ টাকার বেশি। সিয়াম আহমেদের লুক এবং গানের জনপ্রিয়তা ইতিমধ্যে দর্শকমহলে আলোচনায় এসেছে।
শাকিব খান অভিনীত আরেকটি ছবি ‘অন্তরাত্মা’ এবার আলোর মুখ দেখেছি প্রথমদিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ টাকা। তালিকার শেষে রয়েছে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ৩’।
যা প্রথম দিনে আয় করেছে ৯৪ হাজার টাকা। ভৌতিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। তবে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও এ বিষয়ে কিছু বলেননি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স