ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৯:২৬:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৯:২৬:৩২ পূর্বাহ্ন
লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির প্রায় শীর্ষ নেতাই গা ঢাকা দিয়েছেন। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু কে কোথায় অবস্থান করছেন, অনেকের বেলায় তা জানা যায়নি। তবে এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে। স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি। 

সেখানে ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন হাছান মাহমুদ। যার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাছান মাহমুদকে। আরেক ছবিতে হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে। ছবিতে আরও দুই কিশোরকে দেখা গেছে।

জানা গেছে, হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন। ছেলের সঙ্গে ঈদ করতে লন্ডনে এসেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ