যে ৫ শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের
আপলোড সময় :
০২-০৪-২০২৫ ০৯:২১:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-০৪-২০২৫ ০৯:২১:১৬ পূর্বাহ্ন
পাঁচ শর্তে ফিলিস্তিনের গাজায় ৪০ দিনের একটি যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল। চুক্তির শর্তগুলোর অন্যতম হচ্ছে- হামাসের হাতে থাকা জীবিত ও মৃত বন্দিদের মুক্তি দিতে হবে। এর বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে একটি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়া হবে।
সোমবার ইসরায়েলি প্রভাবশালী দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে ১১ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্ত করার পাশাপাশি ১৬টি মরদেহও ফেরত পাওয়ার চেষ্টা করছে নেতানিয়াহুর সরকার।
প্রস্তাবের ৫ শর্ত হলো—
১. ৪০ দিনের যুদ্ধবিরতি।
২. হামাসের কাছ থেকে ১১ জন জীবিত বন্দির মুক্তি ও ১৬টি মরদেহ ফেরত।
৩. ইসরায়েলের কারাগার থেকে একটি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি।
৪. যুদ্ধবিরতির পঞ্চম দিনে হামাসের কাছে বাকি বন্দিদের তথ্য চাওয়া।
৫. ১০ম দিনে ১৬ জনের মরদেহ হস্তান্তরের অনুরোধ।
আরও পড়ুন: মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে
তবে এ প্রতিবেদনের বিষয়ে ইসরায়েল, হামাস বা মধ্যস্থতাকারীদের কেউই এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স