ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

‘জংলি’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দীঘি

আপলোড সময় : ০১-০৪-২০২৫ ০১:৫২:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৪-২০২৫ ০১:৫২:০৯ অপরাহ্ন
‘জংলি’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দীঘি
এই ঈদে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির জংলি সিনেমাটি মুক্তি পেয়েছে। যেটি নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা।

এ বিষয়ে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘প্রতিবার পরিবারের সঙ্গে ঈদ ঢাকাতেই করা হয়। এবারও করছি। তবে এবার ঈদটা আমার জন্য অনেক স্পেশাল। কারণ, আমার জংলি ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে যেমন অনেক বেশি উত্তেজনা কাজ করছে, ঠিক তেমনি বেশ নার্ভাসও আমি। ঈদের দিন সকাল থেকে পরিবারের সঙ্গে সময় কাটালেও পরে হল ভিজিটে যাওয়ার ইচ্ছা আছে।

প্রথমবার ঈদ উৎসবে মুক্তি পাওয়া নিজের অভিনীত সিনেমা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই দীঘির। ‘জংলি’ লিখে হাতে মেহেদির আলপনা এঁকেছেন এই নায়িকা। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’সিনেমায় দীঘির নায়ক সিয়াম।

সিনেমার বিষয়ে দীঘি বলেন, জংলি আমাদের স্বপ্নের একটি সিনেমা। দারুণ একটি গল্পের সিনেমা। এই সিনেমার টিমের প্রতিটি সদস্য সিনেমাটিকে নিজের মধ্যে ধারণ করছে। প্রতিবার ঈদেই নিজের খুশিমতো হাতে মেহেদির আলপনা আঁকি। এবার আঁকলাম প্রিয় সিনেমা জংলির নাম। আমার বিশ্বাস, জংলি সিনেমা মুক্তির পর সবার আপন হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ