ঈদের সকালে সড়কে ঝরল ৫ জনের প্রাণ
আপলোড সময় :
৩১-০৩-২০২৫ ১০:৪০:০২ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩১-০৩-২০২৫ ১০:৪০:০২ পূর্বাহ্ন
চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওই কর্মকর্তা।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স