শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ
দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় :
৩০-০৭-২০২৪ ১১:৩৬:২০ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৭-২০২৪ ১১:৩৬:২০ পূর্বাহ্ন
আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর হাইকোর্টের আদেশের জন্য আজ দিন ধার্য রয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি ও আদেশের জন্য রয়েছে।
এর আগে গতকাল সোমবার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য মঙ্গলবার (৩০ জুলাই) দিন ধার্য করেন হাইকোর্ট। রিট আবেদনের ওপর সোমবার দুপুরে শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
সোমবার (২৯ জুলাই) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। তাদের পক্ষে রিটটি করেন ব্যারিস্টার অনীক আর হক।
রিট আবেদনে সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
রিটকারী আইনজীবী মানজুর আল মতিন সাংবাদিকদের জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানো এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) আটক আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স