রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে
আপলোড সময় :
৩০-০৩-২০২৫ ০১:২৪:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৫ ০১:২৪:৫০ অপরাহ্ন
কিলিয়ান এমবাপ্পে লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করে ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
যদিও এখন গোলের পর গোল করে যাচ্ছেন। তবে রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের শুরুটা কিলিয়ান এমবাপ্পের জন্য ছিল হতাশাজনক। গোল পাচ্ছিলেন না, দলের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না।
রিয়ালের হয়ে নিজেদের প্রথম মৌসুমে (২০০৯-১০) সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো করেছিলেন ৩৩ গোল। ৪৪ ম্যাচে এমবাপ্পের গোলও এখন ৩৩। রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন জুড বেলিংহাম। এই জয়ের ফলে পয়েন্টের দিক থেকে বার্সাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল। দুই দলেরই পয়েন্ট এখন সমান ৬৩। তবে এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে রিয়ালের (+৩৩) চেয়ে এগিয়ে আছে বার্সা (+৫১)।
ম্যাচ শেষে রোনালদোর রেকর্ড ছোঁয়ার প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেছেন, ‘এটা খুব বিশেষ কিছু। রোনালদোর সমান গোলসংখ্যা হওয়াটা সব সময় ভালো কিছু। আমরা জানি, রিয়াল মাদ্রিদ এবং আমার জন্য রোনালদো আসলে কী! আমাদের কথা হয়, সে আমাকে অনেক পরামর্শ দেয়। সে অনেক গোল করেছে। তবে আমাদের শিরোপাও জিততে হবে।’
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স