প্রস্তুত থাকতে হবে, ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল
আপলোড সময় :
৩০-০৩-২০২৫ ১২:৫৯:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৫ ১২:৫৯:৫৭ পূর্বাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে…ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশে। আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্যে। আমরা সেটা হতে দেব না, খুব পরিষ্কার কথা। সবাই সজাগ থাকবেন, সর্তক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব।
শনিবার (২৯ মার্চ) বিকেলে বাড্ডায় মহানগর বিএনপির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকেই দেবে—এই অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখনো রাস্তায় নামি না। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ-দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে। আমি কথাটা বলছি এজন্য যে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।
দেশে-বিদেশে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, খুব পরিস্কার কথা। যে যেখানেই থাকেন, সেই ইউনাইটেড স্টেটে থাকেন, ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করবার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না।
ভারত-পাকিস্তান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য কারওই পক্ষে আমরা নই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নই, আমরা আমেরিকার পক্ষেও নই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নই। আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশি।
আল্লাহর হুকুমেই হাসিনার পতন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৯০% নেতা-কর্মীকে জেলে নিয়েছিলে। আমাদের ২০ হাজারের মতো নেতা-কর্মীকে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার হত্যা করেছে। প্রায় সতেরো শ নেতা-কর্মীকে গুম করেছে। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা দিয়েছে। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম। সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে তার অশেষ রহমতে, আমার কাছে মনে হয়, আল্লাহ তাআলার অশেষ অলৌকিক শক্তির মাধ্যমে তিনি হঠাৎকরে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে। যে অত্যাচার-নির্যাতন তিনি মানুষের ওপরে করেছেন সেখান থেকে আপাতত মুক্তি পেয়ে একটা মুক্ত পরিবেশে একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স