বিশ্বের বৃহৎ মুসলিম দেশে ঈদের চাঁদ দেখা যায়নি
আপলোড সময় :
২৯-০৩-২০২৫ ০৮:১৬:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৩-২০২৫ ০৮:১৬:২০ অপরাহ্ন
বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর ব্রুনাই ও মালয়েশিয়া ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশগুলোতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
তবে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। ওই দেশের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। সৌদি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে গত ১ মার্চ থেকে রোজা শুরু করেছিল ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম অন্তরা নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
তারা বলেছে, ‘ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে আগামী সোমবার ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয়ে ইসবাতের (চাঁদ দেখা কমিটি) বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাকার্তার ধর্ম মন্ত্রণালয়ের ভবনে। সে হিসেবে কালও রোজা থাকবে।’
এদিকে সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে প্রতিবেদন করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বরাত দিয়ে শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৬ মিনিটে এ খবর জানিয়েছে গালফ নিউজ। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি।
সৌদি আরব ও আরব বিশ্বের দেশগুলোতে আজ চাঁদের অনুসন্ধান করা হচ্ছে। এই আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রই জানিয়েছিল, আজ শনিবার আরব বিশ্বে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। ফলে সৌদিসহ অন্যান্য দেশে সোমবার ঈদ হবে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স