ঢাকা ১১:৫৬:২১ পিএম, বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আপন তিন ভাই নিহত

আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০৫:৩৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০৫:৩৮:২৭ অপরাহ্ন
বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আপন তিন ভাই নিহত
বরগুনার পাথরঘাটায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আপন তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকালে বরগুনার পাথরঘাটা-ঢাকা সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা এলাকার নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাসটি। সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক মঠবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তাদের আরেক ছোট ভাই পানিতে ডুবে মারা যায়। এছাড়া মো. নাঈমুজ্জামান শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ শনিবার ভোর রাতে ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছান। সকালে ছোট দুই ভাইকে নিয়ে পাথরঘাটার কেরাতপুর নামক স্থানে মামা বাড়িতে বাজার সদাই দিতে যাওয়ার জন্য নিজস্ব মটরসাইকেল রওনা দেন শুভ। পথে দুর্ঘটনার শিকার হন তারা।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ঘটনার পরপরই সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ বরগুনা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বাসটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ