লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত
আপলোড সময় :
২৯-০৩-২০২৫ ১২:০৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৩-২০২৫ ১২:০৬:২৩ অপরাহ্ন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় যুথী আক্তার (২০) ও দেড় বছর বয়সী ছেলে সিয়াম নিহত হয়েছে। এসময় নিহতের স্বামী শরিফ হোসেনসহ আরও তিনজন আহত হয়।
শুক্রবার দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (২৯ মার্চ) সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল ও নিহত যুথীর বাবা রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুথী সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাষ্টারহাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী ও নিহত সিয়াম তাদের ছেলে। আহত অন্যরা হলে শরীফের ভাগিনা রাজা মিয়া ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তবে চালকের নাম নাম জানা যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স