জাতিসংঘ শূন্য বর্জ্য দিবসে ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন এমিন এরদোয়ান
আপলোড সময় :
২৮-০৩-২০২৫ ০২:৪৫:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৩-২০২৫ ০২:৪৫:৪৩ অপরাহ্ন
জাতিসংঘের 'আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস' উপলক্ষে, তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার অসামান্য অবদানের জন্য অভিনন্দন জানিয়ে তাকে বিশ্বব্যাপী শূন্য বর্জ্য ব্যবস্থাপনা এবং অপচয় কমানোর লক্ষ্যে সমর্থন জোগানোর জন্য গভীর কৃতজ্ঞতা ও সম্মান জানিয়েছেন।
শুক্রবার, জাতিসংঘ সাধারণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবসের’ উচ্চ পর্যায়ের স্মরণসভায় ফার্স্ট লেডি এরদোয়ান তার বক্তৃতায় শূন্য বর্জ্য ব্যবস্থাপনা এবং টেক্সটাইল বর্জ্যের সমস্যা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন। তিনি ভোগের ধরণে জরুরি পরিবর্তন আনার আহ্বান জানান এবং বর্তমান রৈখিক উৎপাদন মডেলের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার এবং পুনর্ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেন।
এদিনের অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, ইউএনইপি এবং ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালকরা বক্তব্য রাখেন। টেক্সটাইল বর্জ্যের সমস্যা মোকাবেলায় বিশ্বব্যাপী বিশেষজ্ঞরা এবং সুশীল সমাজের নেতারা তাদের চিন্তাভাবনা ও পরামর্শ শেয়ার করেন, পাশাপাশি বর্তমান বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিগুলো চিহ্নিত করে তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তার বক্তৃতায় বাংলাদেশের টেকসই টেক্সটাইল খাতের জন্য বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ বর্জ্য হ্রাস ও পুনর্ব্যবহার কার্যক্রমে সচেষ্ট এবং এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তাও প্রয়োজন।
এই অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের অবদানকে স্বীকৃতি দেওয়া একটি আন্তর্জাতিক গুরুত্ব বহনকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তার উদ্যোগ বিশ্বব্যাপী শূন্য বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে, যা বিশ্বকে একটি সুরক্ষিত এবং টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স