ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আজ অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১১:১৩:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১১:১৩:৪৫ পূর্বাহ্ন
আজ অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষ ৪-এ রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বেচারাম দেউড়ি (২০৫), সাভারের হেমায়েতপুর (২০২)। এই দুই এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপরেই রয়েছে আইসিডিডিআরবি এলাকা (১৮৯), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৮৮), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৮৫)। সকালে এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষ স্থানে রয়েছে মিশরের কায়রো (২৩০)। দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু (২১৯), তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (২০১)। এ তিন শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এছাড়া পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মেই (১৭৯), কাতারের দোহা (১৬৬) ও মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬৬)। এ সময় শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ