ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ১০:২১:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ১০:২১:০৪ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা, ৩০ জুলাই (আরিফিন খান ইমন): কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নয় দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে তারা।

 

সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মো. মাহিন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, "চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থী নিহত এবং হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে।"

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "বর্তমান সরকারের কর্তাব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে প্রতিদিনই নির্মমভাবে শিক্ষার্থীদের দমন নিপীড়ন করছে এবং মিডিয়ার সামনে মায়া কান্না প্রচার করছে। রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে, তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে আজ লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করা হচ্ছে।"

 

সোমবারের কর্মসূচি সফল করায় দেশবাসীকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই পদক্ষেপ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং সরকার ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। আন্দোলনকারীরা তাদের ন্যায্য দাবির পক্ষে কঠোর অবস্থান নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদের কণ্ঠস্বরকে উচ্চতর পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ