ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি

আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০১:১১:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০১:১১:৩২ পূর্বাহ্ন
শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি
পবিত্র ঈদ-উল-ফিতরের আগে আজ বৃহস্পতিবার শেষ অফিস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগামীকাল শুক্রবার থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিনের সরকারি ছুটি কাটাবেন চাকরিজীবীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদ-উল-ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ উপলক্ষে এই বছর পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত।

এর মাঝে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। কিন্তু সরকার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে।

এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু’দিনের সাপ্তাহিক ছুটি। সে ক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ