'৩৪ বছরে আমাকে ১৬ বছরের মতো লাগবে কেন'
আপলোড সময় :
২৭-০৩-২০২৫ ১০:০৫:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৩-২০২৫ ১০:০৫:০৫ অপরাহ্ন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। তিনি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন।
যেখানে তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শবনম ১২ বছর আগের মেমোরি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ১২ বছর আগের একটি রয়েছে অভিনেত্রীর। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নিজের পুরানো ছবি দেখলে কেমন জানি অদ্ভুত লাগে! এইটা আমি ছিলাম?’
এদিকে কমেন্ট বক্সে এক নেটিজেনের প্রশ্নের জবাবে শবনম ফারিয়া জানান, ৩৪ বছরে আমাকে ১৬ বছরের মতো লাগবে কেন?
শাওন রয় নামে সেই ব্যক্তি কমেন্ট বক্স লিখেছেন, ‘তখন মাত্র যৌবন কাল, এখন বুড়ি কাল।’ এই কমেন্টের জবাবে অভিনেত্রী বলেন, ‘সব বয়সের আলাদা সৌন্দর্য আছে, ৩৪ বয়সে আমাকে ১৬ বছরের মতো কেন লাগবে?’
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স