ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

২৯ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

উত্তর কোরিয়ায় বন্যায় জরুরি অবস্থা ঘোষণা

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ১০:১২:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ১০:১২:৪৫ পূর্বাহ্ন
উত্তর কোরিয়ায় বন্যায় জরুরি অবস্থা ঘোষণা

ঢাকা, ৩০ জুলাই (সৈয়দ আল মামুন): উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা সীমান্তের কাছে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন এই দুর্যোগ সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

 

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন স্বয়ং উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম জং উন একটি বিমানবন্দরের মাঠে কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পরে গাড়িতে করে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০টি হেলিকপ্টার ও সরকারি নৌযান ব্যবহার করা হচ্ছে।

 

রবিবার চীন ও উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে, ফলে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়। কেসিএনএ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

উত্তর কোরিয়ায় নজিরবিহীন বৃষ্টিপাত হচ্ছে। চলতি মাসের শুরুতে কায়েসং সিটিতে একদিনে রেকর্ড ৪৬৩ মিলিমিটার বৃষ্টি হয়। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি গত ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। এর ফলে হাজার হাজার মানুষ বন্যায় আটকা পড়েছে।

 

রোডং সিনমুন পত্রিকা জানিয়েছে, চীনের সীমান্তবর্তী সিনুইজু শহর এবং উইজু কাউন্টিতে ভারী বৃষ্টির ফলে বহু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কৃষিজমি ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, অনেককে এয়ারলিফটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে, তবে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

 

সিঙ্গাপুরভিত্তিক থিংকট্যাঙ্ক সংস্থা এস. রাজারত্নাম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ গর্ডন ক্যাং জানিয়েছেন, "বন্যা উত্তর কোরিয়ায় বিরল নয়, তবে কিম জং উনের সরেজমিন পরিদর্শন একটি বিরল ঘটনা। তিনি সাধারণত প্রতিবেশী দেশ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের প্রতি বিরূপ মন্তব্যের জন্য পরিচিত।"

 

গর্ডন ক্যাং বলেন, "কিম জং উন সম্ভবত এই ছবি প্রকাশের মাধ্যমে দেশবাসীকে বার্তা দিতে চাইছেন যে, বন্যার্ত মানুষকে সহায়তা প্রদানের মতো সক্ষমতা তার রাষ্ট্র রাখে।"

 

উল্লেখ্য, উত্তর কোরিয়া বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। যদিও বাইরের জগতে দেশের প্রায় কোনো তথ্যই প্রকাশ করে না কিম জং উনের নেতৃত্বাধীন সরকার, তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রকাশিত নথিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার জনগণের বাৎসরিক মাথাপিছু আয় মাত্র ১ হাজার ৭০০ ডলার।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ