ঢাকা , রবিবার, ৩০ মার্চ ২০২৫ , ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০২:৫৩:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০২:৫৩:৫৬ অপরাহ্ন
ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের
নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় নিহতের স্ত্রী ও প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কদিম চিলান ইউনিয়নের গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহরিয়ার হোসেন শাকিল ও তার দুই বছরের শিশু কন্যা মারিয়া আক্তার। এ ঘটনায় আহতরা হলেন- নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার ও গাড়ির চালক। তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর থেকে প্রাইভেট কার নিয়ে ঈদের ছুটিতে বগুড়ার শাজাহানপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন শাহরিয়ার হোসেন শাকিল, তার স্ত্রী আয়শা আক্তার রুমি ও শিশু কন্যা মারিয়া আক্তার। পথে নাটোরের লালপুরের নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।

ওসি আরও জানান, পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন শাকিল ও তাঁর দুই বছরের শিশু কন্যা মারিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমি ও প্রাইভেট কার চালককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ