ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

যারা অন্যায় করেনি তাদের সরিয়ে দেব না : সারজিস

আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৯:৪৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৯:৪৫:৪০ অপরাহ্ন
যারা অন্যায় করেনি তাদের সরিয়ে দেব না : সারজিস
আগামীতে এনসিপি দেশের সবচেয়ে বড় দল হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘আগে কেউ দাঁড়িপাল্লা, কেউ নৌকা বা ধানের শীষে ভোট দিয়েছেন। তারা যদি আমাদের কাছে আসতে চান, যদি তারা কোনো অন্যায়, খুন-গুম ও হত্যার সঙ্গে জড়িত না থাকেন, তাহলে তাদের তো সরিয়ে দিতে পারব না।’

বুধবার (২৬ মার্চ) বিকেলে নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
 
সারজিস আলম বলেন, ‘আমরা নতুন দল করেছি। যারা নতুন করে দেশকে গড়ার স্বপ্ন দেখছে, ভালো কাজ করতে চায়, ভালো কিছুর সঙ্গে থাকতে চায় তাদের আমাদের ওই সুযোগটুকু দিতে হবে।’ 
 
তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা, যারা খুন, গুম ও হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।

তারা এখন বাইরে থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা যারা সচেতন নাগরিক তাদের এ বিষয়গুলোতে প্রতিবাদ করতে হবে। 
সারজিস বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা যে দেড় হাজার মানুষকে খুন করেছেন এটিও আমাদের বলতে হবে। কারণ তিনি কিন্তু জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাননি।

প্রত্যেক ভোটকেন্দ্রে কারচুপি হয়েছে। যেই মানুষটি ক্ষমতায় টিকে থাকার জন্য দেড় হাজার মানুষকে মেরে ফেলছেন ওই মানুষটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।’
আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন করার অভিযোগের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, ‘আমাদের নতুন দলের কেন্দ্রে যারা কাজ করছি, আমরা এখন গ্রামেগঞ্জে ঘুরছি। আমরা যেভাবে কাজ করতে চাই তা মানুষের সঙ্গে শেয়ার করছি। সবার আগে আমাদের পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার।

তিনি আরো বলেন, ‘আমরা মানুষের সংকট জানার চেষ্টা করছি। আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, এভাবে আগে থেকেই সমস্যা বা ব্যথা বুঝতে পারলে পরে কাজ করতে সহজ হবে। আমরা মানুষের দোরগোড়ায় ও মনে পৌঁছাতে পারব। আর এভাবেই এনসিপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে উঠবে।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ