বর্ষাকে ধুয়ে দিলেন পরীমণি
আপলোড সময় :
২৬-০৩-২০২৫ ০৩:৪৯:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৩-২০২৫ ০৩:৪৯:৫২ অপরাহ্ন
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সে সময় তিনি বলেন, সন্তানেরা বড় হলে তার মা নায়িকা এটাতে তারা কী ভাববে। এরপর শুরু হয় সমালোচনার ঝড়। শোবিজের অনেক তারকা তার কথার জবাব দিয়েছেন।
এবার সেই ধারাবাহিকতায় বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কারও নাম না উল্লেখ করে ইঙ্গিতমূলক একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘জি ছোট্ট আপা, একদম ঠিক। সঠিক বলেছেন আপনি। একটা সময় থাকে দেখতে নায়িকা নায়িকা লাগে (আপনার ভাষ্যমতে), দেখতে সুন্দর লাগে পর্দায়। ওকে। কিন্তু আপা, আপনার সন্তান বড় হওয়ার সঙ্গে পর্দায় হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই। কারণ, আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন, সেটা আজীবনই রয়ে যাবে।’
‘জি, আপনি খুবই বাস্তববাদী। আপনি এতই বাস্তববাদী যে, আপনার হাতে আটকে থাকা তিনটি সিনেমা শেষ হওয়ার পরই সিনেমা থেকে সরে যেতে চাইছেন। যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থেকে এখান থেকে চলে যেতে চান, তো এই মুহূর্তেই ছেড়ে দেন। আর যদি না ছাড়তে হয়, তাহলে আজীবন এটাকে সগর্বে বহন করে যান। এই যে আপনি এত যুগ পরে এসে আপনার সন্তানদের দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন আপনার সন্তানদের কারো দশ বছর হয়ে যাবে, কারো সাত বছর হয়ে যাবে।’
এ অভিনেত্রী প্রশ্ন রেখে লিখেছেন, ‘আপা আপনি কি একবারও ভেবেছেন, আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা। কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন, সেটা একবার ভাবেন। আপনার সন্তানদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়।
তিনি লেখেন, তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে, তারা ভুলতে পারবে কোনোদিন আপনি কোনো একজন নায়িকা ছিলেন? কোনো একদিন নাচাগানা করেছেন, কোন একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায়? কোন একদিন আপনার হাঁটুর কাপড় উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে? কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক্যামেরার অ্যাকশনে? যা দেখে শিস বাজিয়েছিল সিনেমা হলের রিকশাচালক দর্শক? সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদের। তারপর আপনার সন্তান নিয়ে চিন্তা করেন।’
এদিকে পরীমণি তার স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও, নেটিজেনরা বলছেন, চিত্রনায়িকা বর্ষাকে ইঙ্গিত করেই হয়তো স্ট্যাটাসটি দিয়েছেন। কেননা, কয়েকদিন আগে চিত্রনায়িকা বর্ষা এক ঘোষণায় বলেন, ছেলেরা বড় হচ্ছে, বড় হয়ে যদি তারা দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।
অভিনেত্রী বর্ষার এই বক্তব্য নিয়ে এরইমধ্যে আবার অনেক তারকা ক্ষোভ প্রকাশ করেছেন। এ কারণে বর্ষা ও পরীমণি উভয়ের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন, এসব কারণে হয়তো বর্ষাকে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন পরীমণি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স