ফরিদপুরে নিক্সন চৌধুরীর সহযোগী কাউসার গ্রেফতার
আপলোড সময় :
২৬-০৩-২০২৫ ০১:২৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৩-২০২৫ ০১:২৩:৩৯ অপরাহ্ন
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলী সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী কাউসার আকন্দকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সহযোগী তসলিম প্রামাণিক (৩৫) কেও গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে শহরের ঝিলটুলি মহল্লার ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়।
কাউসার ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এছাড়া তিনি সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কাউসার আকন্দ ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলা এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন কাউসার আকন্দ। গত ৫ই আগস্ট সরকার পরিবর্তনের হলে তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তিনি গা ঢাকা দিয়ে ছিলেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কাউসার আকন্দ সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী। তার নিজের এলাকা ফরিদপুর সদর হলেও তিনি ভাঙ্গায় গিয়ে নিক্সনের সহযোগী হিসেবে কাজ করতেন। ফরিদপুর-৪ সংসদীয় এলাকা ভুক্ত বিভিন্ন সভা সমাবেশে নিক্সনের আশপাশে দেখা যেত তাকে। এছাড়া ভাঙ্গা এলাকায় নিক্সনের সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বও দিতেন কাউসার। যিনি ফরিদপুর জেলা যুবলীগের কোন পর্যায়ের নেতা না হলেও যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।
কাউসারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেন, কাউসারকে তার এক সহযোগীসহ গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
এসআই ফাহিম ফয়সাল আরও বলেন, গত ১৩ই অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মুজাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার ৩৭ নম্বর আসামি কাউসার আকন্দ।
এস আই ফয়সাল বলেন কাউসার আকন্দ এবং তার সহযোগী তসলিম প্রামাণিককে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স