ঢাকা, ২৯ জুলাই (সৈয়দ আল মামুন): কোটা আন্দোলন ও বর্তমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের।
মোজেনা বলেন, "বাংলাদেশে আমি বহুদলীয় প্রক্রিয়া সমর্থন করি। এখানে রাজনৈতিক অচলাবস্থা চলছে বহুদিন ধরে। এটা ভাঙার জন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার।" তিনি আরও বলেন, "সীমান্তের কাছেই একটি ব্যর্থ রাষ্ট্রের পুনরুজ্জীবন ভারতের স্বার্থে হতে পারে। আন্তর্জাতিক বন্ধুরাও সহায়তা করতে পারে। নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।"
কোটা আন্দোলনের প্রসঙ্গে মোজেনা বলেন, "গত সপ্তাহে যা ঘটেছে, তাতে আমি ভীতসন্ত্রস্ত। আমি জানি না কত মানুষ নিহত হয়েছেন। এটি হতে পারে ১৫০, ২০০, বা ৪০০। যা-ই হোক, এটি গ্রহণযোগ্য নয়। আমি মনে করি প্রতিটি পরিবারকে এই বেদনাদায়ক পরিস্থিতি স্পর্শ করেছে।"
এক প্রশ্নের জবাবে মোজেনা বলেন, "আমি পেছনের দিকে নয়, সামনের দিকে দেখছি। আমি মনে করি এই ভয়াবহতা হয়তো বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থাকে ভাঙতে সহায়ক হতে পারে। প্রথমত, সবকিছু আজই বন্ধ করুন। সেনাবাহিনীকে তার ব্যারাকে ফিরে যেতে হবে। ইন্টারনেট মুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে এবং আটক রাখা ছাত্রদের ছেড়ে দিতে হবে।"
মোজেনা বলেন, "বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে। পুরোনো দলগুলোও পুনরুজ্জীবিত হতে পারে। আমি সেখানে একটি বহুদলীয় প্রক্রিয়াকে সমর্থন করবো। বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ভারত সহায়তা করতে পারে।"
তিনি আরও বলেন, "আমি একজন আশাবাদী মানুষ। বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থাকে ভাঙতে অর্থপূর্ণ সংস্কার করতে হবে। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বন্ধুরা পুনরেকত্রীকরণের ক্ষেত্রে সহায়তা করতে পারে। সম্ভবত নিষেধাজ্ঞাও সহায়ক হতে পারে।"
ড্যান মোজেনা বলেন, "বাংলাদেশের সমস্যাগুলোর সমাধান তাদেরকেই করতে হবে। যুক্তরাষ্ট্র, ভারত বা অন্য কোনো দেশের সহায়তা প্রয়োজন নেই। বাংলাদেশের জনগণ তাদের সমস্যার সমাধান করতে সক্ষম।"