এই ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান
আপলোড সময় :
২৬-০৩-২০২৫ ০১:০৪:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৬-০৩-২০২৫ ০১:০৪:০৫ পূর্বাহ্ন
৯ বছর ধরে ধারাবাহিকভাবে প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে আসেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার অনন্য গায়কী স্টাইলের কারণে অনেক সময় ট্রলের শিকার হলেও, তিনি সেগুলোকে গুরুত্ব দেন না। কী বলুক, তাতে তার গানের প্রতি ভালোবাসা কমে না, তিনি নিয়মিত গান গেয়ে যাচ্ছেন।ভবিষ্যতেও গাইবেন বলে বহুবার জানিয়েছেন।
তবে জানা গেল, তার ধারাবাহিক গান প্রকাশে এবার ছন্দঃপতন ঘটেছে। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। এমনটা নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।
তারা জানায়, ‘এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।’এর আগে সর্ব শেষ গেল কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান।
সে সময় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সংগীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স